চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন(ইন্নালিল্লাহি..রাজিউন)।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মর্দানায় নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের চাচা মফিজ উদ্দিন জানান, আসন্ন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে উটপাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আবদুস সালাম। এর আগে দুইবারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত করা হবে।