ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবং শরীফুল রাজ দম্পতির দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা সকলেই জানা। তবে বিয়ের এক বছর না যেতেই এই জুটির বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত শুক্রবার সেই বার্তা দেন পরীমনি।
পরীমনি-রাজকে নিয়ে উত্তাল নেট দুনিয়া।
এদিকে পরীমনির পাশে রয়েছেন অনেক তরুণ অভিনেত্রীরা। তাদের অনেককে পরী পাশে থেকে স্বান্তনা দিতে দেখা গেছে। কেউ লিখেছেন, ‘মাথা ঠান্ডা রাখো, বোন। আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে একটু ভাবো, তোমার ছেলে রাজ্যর জন্য হলেও। ‘
আবার কেউ লিখেছেন, ‘জীবনটা তোমার, জীবনের সমস্যাগুলোও, তোমার জীবনের অর্জনও তোমার। জীবনের যা সমস্যা হবে, সেটাও তোমার নিজেকেই সমাধান করতে হবে। ‘ এছাড়া আরও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা।
বছর শেষের রাত থেকে নতুন বছরের শুরু পর্যন্ত সংবাদ শিরোনামে ছিলেন পরী-রাজ। শুক্রবার রাতে অভিনেত্রী নিজের ফেজবুকে ঘোষণা করেন স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি। রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। সকাল হতেই জানান, কোলের সন্তানকে নিয়ে রাজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। উদ্বেগ বাড়ে অনুরাগীদের। তারপর নতুন বছরের প্রথম দিনে এক পোস্ট দিয়ে নিজের যন্ত্রণা, ক্ষোভ উগরে দেন পরীমনি। কিন্তু যার বিরুদ্ধে তার এত অভিযোগ, তিনি অর্থাৎ পরীর স্বামী শরিফুল রাজ ছিলেন অধরা। অবশেষে তাকে পাওয়া যায় পয়লা জানুয়ারির সন্ধ্যায়। ছেলে রাজ্যকে কোলে নিয়ে দিলেন ছবি। সংসার ভাঙন প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
টানা দুইদিন ধরে কয়েকটা স্ট্যাটাস দেন পরী। গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন বলে বিভিন্ন খবরে উঠে এসেছে। একবার পরীমনি জানান, তিনি রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন। পরে আবার পরীর শ্বশুর গণমাধ্যমে জানান, তারা একই বাসায় একসঙ্গেই রয়েছেন।
তারপর আবার রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন পরী। রক্তের দাগলাগা বিছানার ছবি প্রকাশ্যে এনে সাংবাদিক সম্মেলনের ঘোষণা করেন। তবে শেষমেশ, সেই মতও পাল্টান।
এত কিছুর মধ্যে দুপুরে রাজ বলেন, ‘এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। এ সবের কিছু জানি না, জানতে চাইও না। আমি বাড়িতে আছি, সারারাত ঘুমাইনি, এখন ঘুমানোর চেষ্টা করছি। ‘
সন্ধ্যায় ছেলে রাজ্যকে কোলে নিয়ে একটি ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘আমার স্নেহের রাজ্য, আশা করব নতুন বছর তোমার খুব ভাল কাটুক। তুমি যত বড় হয়ে যাও না কেন, জীবনে যা কিছু হোক, আমার হৃদয়ে তোমার জন্য ভালবাসা সর্বদা একই থাকবে।