বলিউড ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পরপরই সমালোচনার মুখে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। এবার সরাসরি শাহরুখ খানকে জীবিত পুড়িয়ে ফেলার হুমকি দিলেন অযোধ্যার এক তপস্বী।
গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম রং’। গানে দীপিকার খোলামেলা পোশাক সহজভাবে নিতে পারেনি অনেকে।
বিশেষ করে দীপিকার পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়। এবার এর প্রতিবাদে নেমেছেন অযোধ্যার সাধুরা।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দেয়। ‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন বিজেপি নেতাদের অনেকেই। শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের পোস্টার পোড়ানো হয় অযোধ্যা শহরে। এবার অযোধ্যার রাস্তায় এই ছবির প্রতিবাদে পরমহংস আচার্য বিস্ফোরক মন্তব্য করেন। শাহরুখ খানের সঙ্গে দেখা হলে তাঁকে জীবিত পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন তিনি। বলেন, ‘আমি শাহরুখ খানকে খুঁজছি।
ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকে ‘অশ্লীল’ বলে দাগিয়ে দেওয়া হয়। অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতম ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তা-ই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে।
পরমহংস আচার্য আক্রোশের সঙ্গে বলেন, ‘আজকে শুধু ওঁর পোস্টার পুড়িয়েছি। আমি খুঁজছি ওঁকে, যে দিন সামনাসামনি দেখা পাব, পুড়িয়ে দেব জিহাদি শাহরুখ খানকে। ‘
তিনি আরও বলেন, ‘এই ছবি মুক্তি পেলে সিনেমা হল পর্যন্ত জ্বালিয়ে দেব। ‘
এদিকে, বিতর্ককে একেবারেই যেন পাত্তা দিচ্ছেন না শাহরুখ-দীপিকা। সম্প্রতি এই ছবির নতুন লুক শেয়ার করে ফের নজর কাড়লেন তারা। নতুন ছবিতে দীপিকাকে দেখা গেছে চকোলেট রঙের খোলামেলা পোশাকে। অন্যদিকে সাদা শার্টে শাহরুখ ফের দেখিয়ে দিলেন স্টাইলে তিনিই বলিউডে এক নম্বর।
‘পাঠান’ ছবির নতুন গান ‘ঝুমে জো পাঠানে’ এর লুকে আবারও আগুন ঝরালেন দীপিকা ও শাহরুখ