ঢালিউডের উঠতি নায়িকা পূজা চেরি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে ভক্তদের মন কেড়েছেন তিনি। ঢালিউড ‘কিং’ শাকিব খানের সঙ্গেও জুটি বেধে অভিনয় করেছেন নতুন প্রজন্মের এই নায়িকা। কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ আলোচনায় ছিলেন পূজা
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা।
আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের পেজবুক পেজে একটি ছবি পোস্ট করে বেশ হইচই ফেলে দিয়েছেন পূজা। ছবিটিতে দেখা গেছে, তিনি হিজাব পরে আছেন। ক্যাপশনে ইংরেজিতে লেখেন, ‘Politeness is the flower of humanity.’ যার বাংলা ভাবার্থ দাঁড়ায় ‘নম্রতা মানবতার ফুল’।
তার ছবিটি ইতোমধ্যেই ভাইরাল। পূজাকে নতুন লুকে দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই তার এই ছবির প্রশংসা করছেন। কেউ আবার নেগেটিভ মন্তব্য জুড়ে দিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে লাইক পড়েছে ১১ হাজার, কমেন্ট ১ হাজার চারশত আর শেয়ার হয়েছে ৩২টি।
প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন পূজা।