বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলখানায় অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ দেখা করতে এসে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আজকে শুধু ঢাকা নয়, সারাদেশ থেকে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের মানুষকে বাঁচাতে এই সরকারকে আর সুযোগ দেওয়া যায় না।
এদের বিদায় করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
এসময় সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের এই নেতা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা।