প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ ছবি দিয়েই ফের বলিউডে দেখা যাবে অভিনেতাকে। তাই ভক্তদের মধ্যে উত্তেজনার কোনো কমতি নেই। ইতোমধ্যে মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’।
মুক্তির পরই নেটদুনিয়া উত্তাল। গানে খোলামেলা পোশাক সহজভাবে নিতে পারেনি অনেকে। ফলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে অশ্লীলতার অভিযোগ এনে ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন শাহরুখ খান।
ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন দেশের হিন্দুত্ববাদী বেশ কিছু সংগঠন। শনিবার ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন বলিউড বাদশা। কথা বলেন অনুরাগীদের সঙ্গে। চটজলদি প্রশ্নের উত্তর দিলেন প্রায় সকলের। সেখানেই একজন জিজ্ঞেস করে বসেন শাহরুখের ‘খাদ্যাভাস’ নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন শাহরুখ।
অভিনেতা জানান, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। যার ফলে কোনো ধরনের বাইরের খাবার খাচ্ছেন না। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি।
তাঁর অসুস্থতার খবর শুনে উদ্বেগ দেখা গেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। কেউ লেখেন, ‘নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং দয়া করে নিজের যত্ন নিন। ‘
কেউ আবার লেখেন, ‘বিশ্রাম নিন, খাওয়া-দাওয়া ঠিক করে করুন। ‘ অনেকে আবার প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।