আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়ে আজ রোববার কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুযোগ। বাংলাদেশ সময় রাত ৯টায় একটি মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এদিকে ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্কের মাঝেই বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে দেশ ছেড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গতকাল শনিবার কাতারের উদ্দেশে মুম্বাই ত্যাগ করেন তিনি।
বিমানবন্দরে হাসি মুখে দেখা গেছে রণবীর ঘরণীকে। পরনে ছিল অলিভ প্যান্ট আর সাদা টপ। সঙ্গে ক্রিম রঙা কোর্ট।
মুম্বাই বিমানবন্দরে এক আলোকচিত্রী দীপিকাকে বলেন, ‘মেসির সঙ্গে সেলফি তুলে একদম ধুম মাচিয়ে দিন ম্যাম, আপনার সঙ্গে মেসির ছবি দেখতে চাই, আমি মেসির দারুণ ভক্ত’। এ কথা শুনে মিষ্টি হেসে দীপিকা বলেন, ‘বলছি গিয়ে’।