চিত্রনায়িকা শাবনূর। অসংখ্য সিনেমায় অভিনয় করে ভক্তদের মন কেড়েছেন। বর্তমানে সিনেমায় নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে ধরা দেন নায়িকা। গতকাল ছিল শাবনূরের জন্মদিন।
জন্মদিনে ভক্তদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় এই নায়িকা। ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে গান শোনালেন তিনি। গানের সঙ্গে জুড়ে দেন উড়ন্ত চুমু।
ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল এই নায়িকা কিছুটা ভেবে গান শুরু করেন। তাঁর গলায় শোভা পায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা। ‘
‘প্রেমের তাজমহল’ সিনেমার এ গানের মূল কথা ছিল, ‘অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। ‘ গানের লাইন বদলে, দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ। লাভ ইউ অল। ‘
তিনি আরও বলেন, ‘আমার ভক্তদের জন্য ভালোবাসা। যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা। আর ভালোবাসা আমার বন্ধুদের। ‘ এরপর ভক্তদের একাধিক উড়ন্ত চুমু দেন জনপ্রিয় এই অভিনেত্রী।
তার এই খ্যাতি, এই সম্মানের পেছনে সব সময় পাশে ছিলেন ভক্তরা। তাই জন্মদিনে প্রতিবারের মতো এবার ভক্তদের ভোলেন নি শাবনূর।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।