বিএনপির বিজয় র্যালিটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ চৌরাস্তা হয়ে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট একটি মঞ্চে বক্তব্য দেন নেতারা।
সেখানে অন্য দলগুলোর প্রতি এই আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। বলেন, মানুষের সমর্থন নেই বুঝতে পেরে সরকার এখন যা খুশি তাই বলছে।