দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ ভূঁইয়া। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়ায় নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে পদ থেকে অব্যাহতির কারণ জানাতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সংবাদ সম্মেলনে সুমন ভুইয়া বলেন, ‘আমার বাবার মৃত্যু পর আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে আমার এখন দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।
এ জন্য ১০ ডিসেম্বর দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছি। ’
এ সময় তিনি বলেন, যত দিন বেঁচে থাকবে ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করব।উল্লেখ্য, সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করবেন সুমন আহাম্মেদ ভূঁইয়া। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত দিয়েছেন।