সিমেন্ট শিল্পে নানামুখী সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাক্চার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
তারা বলেন, আন্তর্জাতিক বাজারে কাচাঁমালের দাম কমলেও ডলার সংকটে আমদানি করতে না পারায় এবং শুল্কায়নের হার বাড়ানোর কারণে সিমেন্টের দাম কমানো যাচ্ছে না। এছাড়া জ্বালানি সংকট, অসমন্বয়যোগ্য অগ্রিম কর, পরিবহন ভাড়াসহ নানামুখী সমস্যায় ভুগছে সিমেন্ট খাত।
অবকাঠামোগত উন্নয়নের অন্যতম প্রধান উপকরণ হিসেবে সিমেন্টকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে বিবেচনা করার দাবি জানান শিল্প মালিকরা। সরকারের যথাযথ পদক্ষেপের মাধ্যমেই সিমেন্ট শিল্পে সমস্যার সামাধান চান তারা।
বর্তমানে দেশে প্রায় ৩৫টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান সিমেন্ট উৎপাদনের সঙ্গে জড়িত জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিমেন্ট উৎপাদনের জন্য প্রধান কাঁচামালগুলো বিদেশ থেকে আনা হয়। সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোনের ওপর আকস্মিক ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ অগ্রিম আয়করের সঙ্গে আরও ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। পাশাপাশি লাইমস্টোন আমদানিতে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম কর বিদ্যমান রয়েছে। লাইমস্টোনের ওপর আকস্মিক সম্পূরক শুল্ক ধার্যের কারণে এ খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।