কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন আনহেল ডি মারিয়া। এরপর মাংসপেশির চোটে নকআউট পর্বের দুই ম্যাচে শুরুর একাদশে দেখা যায়নি তাকে। শেষ ষোলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠেই নামা হয়নি তার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছেন অতিরিক্ত সময়ের দ্বিতীয় ১৫ মিনিট।
ডি মারিয়া সেমিফাইনালেও শুরু থেকে মাঠে থাকেন কি-না, সে ব্যাপারেও রয়েছে প্রশ্ন। তবে সোমবার ক্রোয়েশিয়া ম্যাচের আগে লিওনেল স্কালোনি যে ছকে আর্জেন্টিনাকে অনুশীলন করিয়েছে, তাতে ডি মারিয়ার শুরু থেকেই মাঠে থাকার কথা।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে সোমবার শেষবার অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। যে অনুশীলনে ডি মারিয়াকে শুরুর একাদশের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করিয়েছেন স্কালোনি। এরপর লিয়ান্দ্রো পারেদেস তার বদলি হিসেবে নামেন। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
কার্ডজনিত কারণে সেমিফাইনালে দুই ফুলব্যাক মার্কোস আকুনিয়া এবং গঞ্জালো মন্টিয়েলকে পাবেন না স্কালোনি। শুরুর একাদশের ফুটবলারদের সঙ্গে তাই অনুশীলন করেননি এই দুই ফুটবলার। আকুনিয়ার জায়গায় নিকোলাস তালিয়াফিকো খেলবেন সেটা নিশ্চিত। গতকাল তালিয়াফিকোই কোচ স্কালোনির সঙ্গে এসেছিলেন সংবাদ সম্মেলনে। এদিকে, রাইটব্যাকে যথারীতি থাকছেন ডাচদের বিপক্ষে গোল পাওয়া নাহুয়েল মলিনা। মিডফিল্ডেও আসছে না কোনো পরিবর্তন। মাঝমাঠ নিয়ন্ত্রণের ভার পড়েছে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল এবং আলেক্সিস ম্যাক আলিস্টারের কাঁধে। আর সবকিছু ঠিক থাকলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজের সঙ্গে আক্রমণভাগ সামলাবেন ডি মারিয়া।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, আনহেল ডি মারিয়া।