জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির ১০ দফায় মানুষের জন্য কিছু নেই; সংবিধান কবর দেওয়ার ষড়যন্ত্র- চিহ্নিত, সাজাপ্রাপ্ত, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী, খুনি, জঙ্গি-সন্ত্রাসীদের মুক্তির আবদার ছাড়া। এটি অস্বাভাবিক একটি রাজনৈতিক প্রস্তাব। এই ১০ দফাকে প্রত্যাখ্যান করেন। ’
রোববার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। দালিলিকভাবে তারা প্রমাণ করেছে, অস্বাভাবিক সরকার তৈরি করার পুরনো রাজনীতিতেই রয়ে গেছে তারা। তারা কোনো আদালতের বিচার মানে না। তারা শুধু সাজাপ্রাপ্তদের সাজা বাতিলের প্রস্তাব দিয়েছে। ’
ইনু আরও বলেন, ‘১০ দফা চক্রান্তের দলিল। এখানে জনজীবনের সংকট নিয়ে কিছুই বলতে পারেনি বিএনপি। ’