প্নের হেক্সা জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে যেতে এরইমধ্যে মাঠে নামছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হয়েছে হাই ভোল্টেজ ম্যাচটি। ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাতে সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে তিতের দল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল নেমেছে ৪-২-৩-১ ফরমেশনে। অর্থাৎ আক্রমণাত্মক ফুটবলেই ভরাসা রেখেছে তিতে। আক্রমণভাগে নেইমারের সাথে রাখা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসনকে।
মাঝ মাঠ সামলানোর দায়িত্ব পড়েছে ক্যাসেমিরো ও লুকাস পিকুয়েটার কাঁধে।
এর আগে বিশ্বকাপের শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে পা রেখেছে ব্রাজিল। অতীত পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। এখন পর্যন্ত দুই দলের চারবারের দেখায় তিনবারই জিতেছে ব্রাজিল। ২০০৫ সালে দুই দেশের মধ্যে হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি কেবল ১-১ গোল সমতায় শেষ হয়েছে। দু’দলের সবশেষ দেখায়ও সুখস্মৃতি রয়েছে তিতের দলের। ২০১৮ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়াটদের ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
ব্রাজিল একাদশ: আলিসন, মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, দানিলো, কাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।