মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে যাওয়ার সময়ে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিজয়নগর মোড় থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
বিষয়টি গণতন্ত্র পরিপন্থী বলেও এসময়ে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সমাবেশ বানচালে নয়াপল্টনে হামলার ঘটনা ঘটিয়েছে সরকার। এখন বোমা তল্লাশির নাটক করে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
বিএনপি মহাসচিব জানান, বিএনপি পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করতে সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, মানুষ সভ্য সমাজে বাস করছে না। এসময় সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার জানান, ক্রাইমসিন এরিয়া হওয়ায় নয়াপল্টনে কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। এর জন্যই বিএনপি মহাসচিবকে বিজয়নগর মোড় থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।
সকালে শাহবাগ থানায় করা দুই নাশকতা মামলায় হাজিরা দিতে চিফ মেট্রোপলিটন -সিএমএম কোর্টে যান মির্জা ফখরুল। সেখান থেকে বের হয়ে নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কার্যালয়ের কিছুদূর আগেই বিজয়নগর মোড়ে আটকে দেয়া হয় তাকে।
এদিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন। মির্জা ফখরুলের পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।
উল্লেখ্য, বুধবার বিকেল থেকেই উত্তাল নয়াপল্টন। আগামী ১০ ডিসেম্বর ডাকা সমাবেশের পূর্বপ্রস্তুতি হিসেবে গণজমায়েত শুরু হয় পল্টনে। কিন্তু ব্যস্ততম এমন একটি সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে পুলিশ বাধা দিলে দফায় দফায় চলে সংঘর্ষ।
এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে বিএনপির শীর্ষ কয়েক নেতাসহ আটক করা হয়েছে ৩০০-৪০০ কর্মীকে। অন্যদিকে হামলার শিকার পুলিশ সদস্যরা রাজারবাগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার।