আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আগুন সন্ত্রাস শুরু হয়েছে, পুলিশের উপর হামলা শুরু হয়ে গেছে। সাম্প্রদায়িক শক্তি এবং জঙ্গিদের মাঠে নামিয়েছে বিরোধীরা।
অভিযোগ করে কাদের বলেন, লাশ ফেলার দুরভিসন্ধি নিয়ে অশান্তি বিশৃঙ্খলার উসকানি দিচ্ছে বিএনপি। পুলিশের উপর হামলার ছবি অনেক গণমাধ্যম ছাপছে না, সরকারি গাড়ি পুড়িয়ে ফেলার ছবিও আসছে না।
মিডিয়ার একটি অংশ বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ ওবায়দুল কাদেরের।
সেতুমন্ত্রী বলেন, গতকাল নয়াপল্টনে লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বিএনপি। কাউকে রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে সমাবেশ করতে দেওয়া হবে না আজ থেকে সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে, আমরা আক্রমণ করবো না, তবে উসকানি আসলে সমুচিত জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সভায় এসব বলেন কাদের। আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক আরও বলেন, বিদেশিরা একতরফাভাবে উদ্বেগ প্রকাশ করছে, এটি উচিত নয়। এটা কোনো কূটনৈতিক সৌজন্যতা হতে পারে না।