দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন ১৪ দলীয় জোটের নেতারা। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নিউ ইস্কাটনে আমির হোসেন আমুর বাসায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বুধবার পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, শনিবারের সমাবেশ ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, তরিকত ফেডারেশনের নজিবুল বশর, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ জোটের অন্যান্য নেতারা।