পল্টনের সমস্ত ঘটনার জন্য বিএনপি নেতারা দায়ী বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, গণ্ডগোল পাকানো ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় বিএনপি নেতাকর্মীরা পল্টনে জমায়েত হচ্ছিল।
পুলিশের বরাতে তথ্যমন্ত্রী বলেন, ধারণা করা হচ্ছে বিএনপির ছোঁড়া ককটেলে একজন সাধারণ পথচারীর মৃত্যু হয়েছে। তারা সমাবেশের ২-৩ দিন আগেই তারা রাস্তা বন্ধ করে।
রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করলে পুলিশের উপর আগে হামলা চালায়। এর জন্যই পুলিশ বাধ্য হয়ে টিয়ার শেল নিক্ষেপ করেছে।
তথ্যমন্ত্রী বলেন, সমাবেশের জন্য বারবার মাঠ ব্যবহারের অনুরোধ করা হয়েছিলো তাদের। তারা অন্য জেলায় সমাবেশগুলো মাঠেই করেছে। সেখানে নিজেরা মারামারি ছাড়া কিছু ঘটেনি। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও মিরপুর, কালশী, বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তার এতে রাজী হয়নি।
এসময়, বিএনপির মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্ব সম্প্রদায়কে সরকার জানাবে বলেও জানান তথ্যমন্ত্রী।