রাজনৈতিক কার্যালয়ে বোমা থাকবে এটা কখনও কল্পনাও করেননি ঢাকা মেট্রোপলিটন পুলিশ -ডিএমপি’র যুগ্ম কমিশনার বিপ্লব সরকার। গণমাধ্যমে দেয়া ব্রিফিংয়ে এমনটাই জানালেন ডিএমপির এ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে বিপ্লব বলেন, বিএনপি অফিস থেকে প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে। এখনও অনেক বোমা মজুদ আছে সেখানে।
তাই এই এলাকা ক্রাইমসিনের আওতায় রয়েছে। পুরো এলাকা ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত এ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে।ডিএমপি কমিশনার আরও জানান, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরিহিত যুবক পুলিশের লোক কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পাশে থেকে বিএনপি নেতাকর্মীদের দিকে অস্ত্র তাক করে এবং ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে তাকে।