দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতেই মাঠ রেখে রাস্তায় সমাবেশ করার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি। ১৪ দলীয় জোটের এক বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমির হোসেন আমু এসব কথা বলেন।
আমু বলেন, সংবিধানে আঘাত করতেই আন্দোলন করছে বিএনপি। বিজয় দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করতেই ১০ ডিসেম্বর সমাবেশ ডেকেছে তারা।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ রয়েছে।
এসময়, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের বিষয় নিয়ে কূটনীতিকদের না ভাবলেও চলবে, তারা তাদের দেশের কথা ভাবুক।
উল্লেখ্য, দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেন ১৪ দলীয় জোটের নেতারা। বৈঠকের নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমির হোসেন আমু।