ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে পাঁচ রানে জয় পায় লিটন দাসের দল। এ বিজয়ে ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ক্রিকেট দল বাকি ম্যাচেও জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ জয়ের জন্য ভারতকে ছুঁড়ে দিয়েছিল ২৭২ রানের লক্ষ্য। সেই রান তাড়ায় নেমে ভারত শুরুতে ছিল ভীষণ চাপে।
এরপর শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। শেষদিকে রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ভারত জাগিয়েছিল জয়ের সম্ভাবনাও। তবে শেষ হাসি হাসে বাংলাদেশই। ভারতকে ২৬৬ রানে থামিয়ে দিয়ে সিরিজ জয়ের আনন্দে মাতে লিটন-সাকিবরা।