চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৮৭ দশমিক ৫৩। এ প্লাস পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন। সর্বোচ্চ রেজাল্ট করেও পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন না অনেক শিক্ষার্থী। কেননা, প্রথম ক্যাটাগরির কলেজে আসন রয়েছে মাত্র ৯ হাজার।
এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষার্থী-অভিভাবকদের কপালে।
তবে শিক্ষাবিদরা বলছেন, ব্র্যান্ডিংয়ে নজর না দিয়ে সন্তানদের পড়াশোনায় নজর দেয়া উচিত।
শিক্ষাবোর্ড বলছে, এইচএসসিতে ভর্তিতে কোনও আসন সংকট নেই। তবে পরিবেশ, শিক্ষকদের দক্ষতা ও ফলাফল বিবেচনায় মহানগরীতে প্রথম ক্যাটাগরির কলেজে আসন আছে মাত্র ৯ হাজার। যেখানে জিপিএ-৫ প্রাপ্তদের অর্ধেক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবে না।
শিক্ষাবিদরা বলছেন, ভালো কলেজে ভর্তি হলেও শিক্ষার্থীদের আলাদা টিউশন নিতে হয়। সুতরাং অভিভাবকদের কলেজের ব্রান্ডিংয়ে নজর না দিয়ে সন্তানের পড়াশুনা ও সুবিধা অসুবিধায় নজর দেয়া উচিত। আর কলেজে কর্তৃপক্ষকেও নজর দিতে হবে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে।
চট্টগ্রাম বোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন।