বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে আগামী দুই বছরের জন্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আমীর ও মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সময় দলটির আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শেখ আজিমুদ্দীন প্রমুখ।