ছরখানেক ধরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অভিনেত্রী শবনম ফারিয়ার। প্রথমে কার্ডিয়াক সমস্যা ভেবে থাকলেও পরে জানতে পারলেন তার নাকের হাড় বাঁকা। সেটার চিকিৎসা করলে শ্বাসের সমস্যা দূর হবে তার। চিকিৎসার উদ্দেশে বর্তমানে দিল্লির এক হাসপাতালে ভর্তি আছেন তিনি।
আজকালের মধ্যেই অপারেশন হওয়ার কথা।
এর আগে দেশ-বিদেশের অনেক জায়গাতেই চিকিৎসা করিয়েছেন ফারিয়া। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন তার কার্ডিয়াক সমস্যা নেই।
ফারিয়া বলেন, এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে।
তিনি আরও বলেন, আমার নাকের একটি হাড় বাঁকা, সেটি ক্রমশ বাঁকছে। তা কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
অভিনেত্রী শবনম বলেন, আমি জানি এটি দিল্লির ভালো একটি হাসপাতাল। তবে সত্যিই হাসপাতাল নিয়ে নার্ভাস। সবার কাছে দোয়া চাই, যেন ভয়কে জয় করে ফিরতে পারি। যেন অপারেশনটা সুন্দরভাবে শেষ হয়।
জানা গেছে, অপারেশন শেষে ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন ফারিয়া। ৭ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা।