পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেনে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান।
এর আগে, বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশ যোগ দিতে যাওয়ার পথে ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী নামক এলাকায় শাহজাহান খান হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংষু সরকার কুট্টি জানান, হামলায় তিনি কিডনিতে মারাত্মক আঘাত পান। সেই থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকাল ৯টায় শহরের পুরাতন আদালত মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।