মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপে আছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচ হলেও মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াই টুর্নামেন্টে টিকে থাকার। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কোনোভাবে পা হড়কালেই গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে যাবে আলবিসেলেস্তেরা। এমন মহাগুরুত্ব ম্যাচে দারুণ এক মাইলফলক ডাকছে লিওনেল মেসিকে।
মেক্সিকোর বিপক্ষে ডু অর ডাই ম্যাচটি খেলতে নামলেই ফুটবল ইশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে ধরে ফেলবেন মেসি।
আর্জেন্টিনাকে ছিয়াশির বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা বিশ্বকাপে খেলেছেন ২১ ম্যাচ। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ম্যারাডোনারই। সৌদি আরবের বিপক্ষে মেসি নেমেছিলেন বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচ খেলতে। আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেই ম্যারাডোনার পাশে নাম লেখাবেন মেসি।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশেই থাকছেন মেসি। চোট সমস্যা নিয়ে অনেক কথা হলেও, গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট আছেন মেসি। মেক্সিকোর বিপক্ষে তাই শুরু থেকে মাঠে দেখা যাবে এ মহাতারকাকে।
গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়ে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারলে মেসির সামনে আরও বড় কীর্তি গড়ার সুযোগ থাকছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লোথার ম্যাথাউসের। আর্জেন্টিনা ফাইনালে উঠলে এবং মেসি এই পথে দলের হয়ে সব ম্যাচ খেললে ম্যাথাউসকে টপকে রেকর্ডটি নিজের করে নেবেন। তবে সেমিফাইনালে আর্জেন্টিনা হারলেও সুযোগ থাকবে সেই রেকর্ড গড়ার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও মেসি পাবেন ম্যাথাউজকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।