বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন। নামীদামী ক্রিকেটারদের সঙ্গে অনেক অখ্যাত ক্রিকেটার দল পেলেও, বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং মুমিনুল হককে দলে ভেড়ায়নি কেউ। প্লেয়ার্স ড্রাফটে দল পাননি সোহাগ গাজী, সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান শুভ। তরুণদের মধ্যে যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিমও পাননি দল।
সাত ফ্র্যাঞ্চাইজির কেউই এই ক্রিকেটারদের দলে নিতে আগ্রহ দেখায়নি।
টেস্ট অধিনায়কত্ব হারানোর পর থেকেই মুমিনুল অনেকটা আলোচনার বাইরে চলে গেছেন। নেই তার পছন্দের টেস্ট দলেও। এবার বিপিএলেও খেলা হচ্ছে না তার। মোহাম্মদ আশরাফুল ঘরোয়া ক্রিকেটে নিয়মিত। তবে এবারের বিপিএলে খেলা হচ্ছে না তারও। দেশের প্রথম ক্রিকেট সুপারস্টারকেও নিতে কেউ আগ্রহ প্রকাশ করেননি।
আশরাফুল-মুমিনুলরা দল না পেলেও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েসকে ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে এই ওপেনারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল খেলার সুযোগ পেয়ে গেছেন অলক কাপালী এবং নাসির হোসেনও। তাদের দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটরস। তুমুল বিতর্কের মধ্যে থাকা সাব্বির রহমানকে নিয়েছে খুলনা টাইগার্স।
উল্লেখ্য, রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আজ বুধবার দুপুর ১২টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট।