রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে প্রথমার্ধে কোনো গোল পেতে দেয়নি আফ্রিকার দেশ মরক্কো। আজ বুধবার কাতার বিশ্বকাপের ‘এফ’-গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়ছে মরক্কো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।
কাতারে নিজেদের প্রথম ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামে ক্রোয়েশিয়া।
ইউরোপের অন্যতম সেরা এই দলটিকে আটকাতে একই ছকে দল সাজান মরক্কো কোচ। ম্যাচের শুরু থেকে তাই লড়াইটা জমে ওঠে। দুই দলের রক্ষণ এখন পর্যন্ত খেলেছে বেশ দারুণ। ক্রোয়েশিয়া গোলমুখে একটি শট রাখতে পারলেও, মরক্কোর আক্রমণভাগ সে সুযোগও পায়নি।
প্রথমার্ধ শেষে মরক্কোর চেয়ে অবশ্য ক্রোয়েশিয়ার বেশি হতাশ থাকার কথা। ৪৫ মিনিটে দলটির নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। লেফট ব্যাক বরনা সোসার মাটি ঘেঁষা ক্রস থেকে নিকোলা ভ্লাসিচের শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি, দলকে বাঁচান নিশ্চিত গোল হজমের হাত থেকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে লুকা মদ্রিচের একটি শটও চলে যায় গোলবারের ওপর দিয়ে। ভ্লাসিচের শট মরক্কোর রক্ষণ দুর্গে লেগে ফিরে আসার পর মদ্রিচের নেওয়া বাঁ পায়ের শটটি অল্পের জন্য জাল খুঁজে পায়নি। এর আগে, ১৬ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ইভান পেরিসিচ শটও চলে যায় গোলবারের ওপর দিয়ে।