বিশ্বকাপ এলে দেখা যায় নানান উন্মাদনা। কেউ পতাকার রঙে করে বাড়ির রঙ, কেউ এলাকাজুড়ে পতাকা টানায়। কদর বাড়ে প্রিয় দলের জার্সিরও। এমন উন্মাদনায় পটুয়াখালীর গলাচিপায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা ৫০০ মিটার পতাকা নিয়ে র্যালি করেছেন।
রবিবার ( বিশ নভেম্বর) বিকেলে শহরের র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। র্যালিতে হাজার হাজার সমর্থক জার্সি পরে ও পতাকা উড়িয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান।সমর্থকরা বলেন, আর্জেন্টিনার খেলা দেখুন, খেলাকে ভালোবাসুন। আমরা আশাবাদী এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হবে। অতি আবেগে এমন কিছু করা যাবে না, যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত হন।র্যালির আয়োজকদের মধ্যে মীর আব্বাস প্যাদা,বসার প্যাদা,সাকিল খান,সজ্ঞিব দাস,নাসিরসহ সমর্থকরা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের সাফল্য কামনা করেন।