বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে সমর্থন করে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সোমবার (২১ নভেম্বর) দুপুর একটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যান ক্লাব এই আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় রাবির ব্রাজিল ফ্যানরা তাদের প্রিয় দলের জন্য শুভকামনা জানান।
এবারের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে তারা নানা রকম শ্লোগান দেন।
ব্রাজিল সমর্থক ফাতেমা আশরাফী রিমি বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এটা ব্রাজিল সমর্থকদের জন্যই সম্ভব হয়েছে। এবারের বিশ্বকাপের ট্রফি আমাদের প্রিয় দল ব্রাজিলই জিতবে৷
রাবি ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মিশু বলেন, কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী শুধু ব্রাজিলই। খেলার মাঠে তারা অপ্রতিরোধ্য। এবারের বিশ্বকাপে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।