উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে স্বাগতিক কাতার। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজকরা জয়ের বিকল্প কিছুই ভাবছে না। অধিনায়ক হাসান বললেন, আমারা যে কাঠোর পরিশ্রম করেছি, মাঠে তার ফলাফল দেখাতে চাই।
ইকুয়েডরের আজকের একাদশ
আল-শিব (গোলরক্ষক), রো-রো, পেদ্রো মিগুয়েল, আল-রাউই, খোউকি, হাসান, আল-হাইডোস, বোদিয়াফ, হাতেম, আলী ও আফিফ।
রক্ষণশীল ৫-৩-২ ফর্মেশনে ভরসা রাখছেন কোচ ফেলিক্স সানচেজ।
ঘরের মাঠে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে সমানে সমান ইকুয়েডর। লাতিন আমেরিকার দলটি বাছাইপর্বে অনেক ভালো খেলেছে। লাতিন অঞ্চল থেকে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করেছে তারা। বাছাইপর্বে কলম্বিয়া, উরুগুয়ে, চিলিকে হারিয়েছে। ড্র করেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপক্ষে। তবে শেষ দেখায় ৪-৩ গোলে জিতেছিল কাতার। সে ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে মেরুনরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।