রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ২০০২ সালে। এরপর পেরিয়ে গেছে ২০টি বছর, দলকে একটা শিরোপা তুলে দিতে পারেনি দলের মূল তারকা নেইমার। গোলের সংখ্যায় কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে যাওয়ার পথে থাকলেও এখনো বিশ্বকাপ স্পর্শ করা হয়নি নেইমারের। চলতি বিশ্বকাপটাই হতে পারে নেইমারের শেষ যাত্রা।
এরপর না হলে নামের পাশে আজন্ম আক্ষেপের নাম হয়ে থাকবে বিশ্বকাপ। জানা আছে নেইমারের। ঘোচাতে চান সেই আক্ষেপ।
হেক্সা জয়ের মিশন নিয়েই কাতারে এসেছে তার দল। তবে কাতারে পা রাখার আগেই হেক্সা জয়ের চ্যালেঞ্জের কথা পিএসজি সতীর্থ আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসিকে জানিয়ে এসেছেন নেইমার। এ ছাড়া কাতারে যাওয়ার আগে শর্টসে ছয় তারা লাগানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নেইমার। যা নতুন বিতর্ক সৃষ্টি করেছে এরইমধ্যে।
ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ঘিরে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান। বিশ্বকাপে নিজের প্রস্তুতি সম্পর্কে নেইমার বলেন, ‘আমি খুশি, আমি ইদানিং ক্লাবে খুব সুখে আছি। এ কারণেই আমার মনে হচ্ছে, আমি খুব ভালোভাবেই তৈরি। ’
নেইমার এর আগে দুটি বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার দল কলম্বিয়ার বিপক্ষে জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। এর পরের ম্যাচ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে পারেননি নেইমার। মাঠের বাইরে থেকে প্রিয় দলের অসহায় আত্মসমর্পণ দেখেছেন নেইমার। সেই ম্যাচে ঘরের মাঠের দর্শকদের সামনে ৭-১ গোলে উড়ে যায় ব্রাজিল। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছে তার দলকে।
তবে কাতার বিশ্বকাপে সব হিসেব চুকিয়ে দিতে চান নেইমার। বিশ্বকাপের আগে এ নিয়ে বন্ধু মেসির সাথে কথা বলেছেন নেইমার। জানিয়েছেন বিশ্বকাপ জয়ের কথা। এসব নিয়ে টেলিগ্রাফে সাক্ষাৎকারে নেইমার জানান, ‘বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কমই কথা হয়েছে আমার। ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হবে কি না, কখনো কখনো আমরা এ নিয়ে আলোচনা করি। আমি তাকে বলেছি, আমরা চ্যাম্পিয়ন হব এবং আমি তাকে হারাব। এটা বলার পর আবার আমরা দুজনই হাসি। ’