ফুটবল জোয়ারে ভাসছে গোটা বিশ্ব। দেশের ফুটবলাররাও পিছিয়ে নেই। নারী ফুটবলার থেকে সাবেক ফুটবলার- সবাই প্রিয় দলের খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় ট্রফিটা তার হাতেই দেখতে চান সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।
নিজের জন্মস্থান জাপানকে সমর্থন করেন না বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। বিশ্বকাপে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকেই পছন্দ এই ফুটবলারের। এদিকে, কৃষ্ণা রানি সরকারের প্রিয় দল আর্জেন্টিনা।
মেসি, রোনালদো, ডি মারিয়া সবারই এবার শেষ বিশ্বকাপ। এবার মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।
তবে সবার একটাই কথা, যে দল এবার ভালো ফুটবল খেলবে, শিরোপা যাবে তাদের ঘরেই।