স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের এবারের আসর। আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।
আশাবাদী ইকুয়েডর কোচ ফেলিক্স সান্চেজ জানালেন, ম্যাচে যে কোন কিছুই হতে পারে। তবে স্বাগতিকদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল।
জয়ই তাদের একমাত্র লক্ষ্য।
পরিসংখ্যানে কে এগিয়ে?
ফিফা র্যাংকিংয়ে ইকুয়েডরের অবস্থান ৪৪ আর কাতার আছে ছয় ধাপ পেছনে। তবে পরিসংখ্যানের দিকে নজর রাখছেন না স্বাগতিকরা, জয়েই তাদের চাওয়া। তার চেয়ে বড়ো অনুপ্রেরনা, প্রতিপক্ষের বিপক্ষে শেষ দেখায় জয় আছে কাতারের। আর ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন ফরোয়ার্ড আলমোয়েজ আলী। বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি ম্যাচে একমাত্র গোল করেছিলেন আলী। কাতারের রেকর্ড গোলদাতার দিকে তাই বাড়তি নজর থাকবে সবার। অন্যদিকে ম্যাচের পার্থক্য করে দিতে পারে ইকুয়েডর লেফট ব্যাক পারভিস এস্তুপিনান। তাই ব্রাইটনের এই খেলোয়াড়ের ওপর ভরসা রাখছেন কোচ সান্চেজ। আর কোন ফরমেশনে খেলবে দল, তা ঠিক হবে ম্যাচের আগেই।
পরিসংখ্যানের হিসেবে এগিয়ে থাকবে ইকুয়েডর। দ্যা এনালিস্ট বলছে, ম্যাচ জেতার সম্ভাবনা বেশি ইকুয়েডরের। ৪১.৪ শতাংশ সম্ভাবনা তাদের। স্বাগতিক কাতারের জয়ের সম্ভাবনা ২৯.৬ শতাংশ। তবে ম্যাচের ফলাফল নির্ধারিত হবে মাঠের খেলায়। তাইতো নিজেদের সবটুকু দিয়ে খেলতে প্রস্তুত দুই দল।