প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ বসছে মরুভূমির দেশ কাতারে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মাটিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র মহারণ শুরু হতে যাচ্ছে আগামীকাল। ফুটবল বিশ্বকাপকে ঘিরে সরগরম গোটা দুনিয়া। যার আবহ পড়েছে বাংলাদেশও।
আগামীকাল (২০ নভেম্বর) কাতারে শুরু হচ্ছে এ আসর।
এদকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি জানালেন বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে নিজের আবেগের কথা। এ নায়িকা জানান, ফুটবল বিশ্বকাপের সঙ্গে আমি কিশোর বয়স থেকেই পরিচিত। দল হিসেবে পছন্দ করি মারাদোনার আর্জেন্টিনাকে।
পরী বলেন, আর্জেন্টিনা দলের মধ্যে আমার প্রিয় খেলোয়াড় ফুটবল যাদুকর লিওনেল মেসি। আমি মেসির ভীষণ ভক্ত। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার। তাই এবারের বিশ্বকাপ মেসির হাতে দেখতে চায়।