সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ বুধবার মেয়ে আরাধ্যার ১১তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাতেই মেয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করে মা-মেয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সট্রাগ্রামে পোস্ট করেন। ছবি পোস্ট করতেই ট্রোলের (বিতর্কের) শিকার হন অভিনেত্রী।
ছবির কমেন্টবক্সে নেটিজেনদের নানান নেতিবাচক মন্তব্য দেখা গেছে।
ছবিটিতে দেখা গেছে, মেয়ে আরাধ্যার ঠোঁটে চুমু খাচ্ছেন ঐশ্বরিয়া। আর সেই ছবি নিয়েই বিতর্ক শুরু হয়েছে।
ওই ছবি পোস্ট করে ক্যাপশনে ঐশ্বরিয়া লেখেন, ‘আমার ভালোবাসা, আমার জীবন… আমি তোমাকে অনেক ভালোবাসি… আমার আরাধ্যা। ‘
ছবিটিকে অনেক ভক্ত বলছেন খুবই কিউট, অন্যদিকে কিছু ভক্ত ইতিবাচকভাবে দেখেননি। একজন কমেন্টে লেখেন, ‘বাচ্চাদের ঠোঁটে চুমু খাওয়া অদ্ভুদ দেখায়’।
আরেকজন প্রশ্ন রাখেন, ‘কেন ঠোঁটে?’
অন্যজন লেখেন, ‘ঐশ্বরিয়া ম্যাম, এভাবে ভালোবাসা দেখিয়ে আপনার এটেনশনের প্রয়োজন নেই। ‘
আবার কেউ বলছেন, মেয়ে-ছেলেকে ঠোঁটে চুমু খাওয়া আমাদের সংস্কৃতি-সভ্যতার অংশ নয়।
প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে ১৬ নভেম্বর তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়।
সূত্র : এনডিটিভি।