দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ভালোবেসে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী তাহসান খানকে। তবে টেকেনি সে সংসার। তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০১৯ সালে ফের ভালোবেসে বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে।
শনিবার (১২ নভেম্বর) সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে।
ভক্তদের মনে প্রশ্ন, তবে কি সৃজিত-মিথিলার দাম্পত্য কলহ চলছে? ধারনা করছেন, হয়তো ভাঙতে বসেছে সৃজিত-মিথিলার সংসার!
জোন বায়েজের লেখা জনপ্রিয় বিচ্ছেদের গান ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লিরিক লিখে পোস্ট করেন সৃজিত। আর সেই ক্যাপশনের সাথে পোস্ট করেন ডালপালাহীন একটি মৃতগাছ। সেই গাছের সাথে দাঁড়িয়ে আছেন তিনি। যার ভাবানুবাদ দাঁড়ায় ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে। ‘ যা দেখে ভক্তদের ধারণা, হয়ত তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।