ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তার সন্তানের বাবা চিত্রনায়ক শরীফুল রাজ। ‘গুণিন’ সিনেমায় একসাথে কাজ করতে গিয়ে দু’জনের আলাপ, তারপর প্রেম।
অবশেষে সম্পর্ক গড়ায় বিয়েতে। স্বামী রাজকে নিয়ে কেমন আছেন পরীমনি? পরীর সংসারে কী ভাঙনের সুর বাজছে? তবে এসব প্রশ্নের উত্তর জানা না থাকলেও পরীর ফেসবুক স্ট্যাটাস দেখলে বুঝা হয়তো ভালো নেই পরী।
পরীর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেধে কাজ করেছেন চিত্রনায়িকা মিম। রাজ-মিমের জুটি দর্শকেরা গ্রহণ করলেও পরীমনি যেন গ্রহণ করতে পারছেন না। রাজ-মিমের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে আভাস দিলেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।
বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে এ নিয়ে সরাসরি কথা বলেছেন। তিনি মিমকে ট্যাগ করে স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলেছেন। সেখানে তিনি মিম ও রাজের দুই ছবির পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আখ্যা দেন।
মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। ‘
অন্যদিকে রাফিকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। ‘
আর চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে পরী লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার। ‘
উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় তারকা মিম।