নেত্রকোণায় জলবায়ু পরিবর্তনে নারীদের রোগবালাই শহরের দলিত নারীদের নিয়ে স্ব্যাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল নেত্রকোণা শহরের চকপাড়া এলাকায় নেত্রকোণা সম্মিলিত যুব সমাজ, রক্তের বন্ধন যুব সংগঠন এর আয়োজনে বারসিকের সহযোগিতায় নারীদের নিয়ে স্ব্যাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বারসিক এর কর্মী তাসমিয়া তহুরা, রোকসানা রুমি, স্বাস্থ্য কর্মী লাবনী, স্থানীয় নারীরাসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বারসিক এর কর্মী তাসমিয়া তহুরা, রোকসানা রুমি, স্বাস্থ্য কর্মী লাবনী, স্থানীয় নারীরাসহ আরো অনেকে। পরে বক্তারা বলেন রোগবালাই নিয়ে সকল নারীদের সচেতন থাকার কথা ব্যাক্ত করা হয়।