এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির নতুন ওয়েব সিরিজেই অভিনয় করবেন মিমি। তবে শুধু মিমি নয়, এই ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরিকে।
বছরের শুরুতে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে প্রসেনজিতের পাশে দেখা গিয়েছিল মিমিকেও।
তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মিমির বলিউড যাত্রা নিয়ে।
হিন্দি ওটিটিতে অভিনয়ের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিতও করেছেন মিমি। তিনি জানিয়েছেন, ‘দ্রুতই শ্যুটিং শুরু হবে। চুক্তিপত্রে স্বাক্ষরও করেছি। এর বেশি কছিু এখন জানাতে পারবো না’।
এর আগে পশ্চিমবাংলার পরমব্রত, পাওলি দাম, রাইমা সেন, শ্বাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়সহ অনেক অভিনয় শিল্পী হিন্দি ভাষার ওটিটিতে কাজ করেছেন।
উল্লেখ্য, বলিউডের বড়পর্দায়ও অভিষেক হতে যাচ্ছে মিমির। টলিউডের ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকের মাধ্যমে শুরু হবে মিমি চক্রবর্তীর বলিউডের নতুন অধ্যায়।