শবনম বুবলীর সন্তান প্রকাশ্য আসার পর থেকেই সমালোচনার শীর্ষে চিত্রনায়ক শাকিব খান। আলোচনার- সমালোচনার টেবিলে শাকিব-বুবলী-অপু ইস্যু এখনও আবেদন হারায়নি। বরং প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে সামনে আসছে তা। বিয়ে-সন্তান ও বিচ্ছেদ এই তিন চক্রে ঘুরপাক খাচ্ছে এই আলোচিত জুটি।
এবার সেই আগুনে ঘি ঢাললেন আরকে অভিনেত্রী ইলোরা গহর।
সম্প্রতি অভিনেত্রী ইলোরা গহর শাকিব-বুবলী প্রসঙ্গে জানালেন, শাকিব খানের কোনো দোষ নেই।
তিনি বলেন, জায়েদ খানের জন্যও নাকি অনেকে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠায়। এদিকে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নেন নাই? কেন বাচ্চা নিলেন? তাহলে শাকিব খানকে ডুবানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এখানে শাকিব খানের কোনো দোষ নেই। শাকিব তো আমাকেও জড়িয়ে ধরেছিল কোলে নিয়েছিল, কই আমার তো বাচ্চা হয়নি।
প্রসঙ্গত, বুবলীকে বিয়ের আগে ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন। শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।