চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর গত জুন মাসে সন্তান আগমনের সুখবর দেন রণলিয়া। অবশেষে রোববার (৬ নভেম্বর) দুপুরে রণবীর-আলিয়ার ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
নতুন সদস্যের আগমনে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। নাম কী হতে চলেছে নতুন সদস্যের! তবে তার আভাস আলিয়া বেশ কয়েকবার নিজেই দিয়েছিলেন।
রণবীর এবং আলিয়া প্রথম থেকেই চেয়েছিলেন তাদের কন্যাসন্তান হোক। আর সেই কারণেই অনন্য এক নাম ঠিক করে নিয়েছিল দম্পতি। আলিয়া এবং রণবীরের নামের অক্ষর নিয়েই ওই নামটি গঠিত। বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল আলিয়ার এক পুরনো সাক্ষাৎকার।
গঙ্গুবাঈ ছবির প্রচারের সময় সেই সাক্ষাৎকারে আলিয়া জানান, তার ও রণবীর কাপুরের মেয়ে হলে তিনি ‘আইরা’ নাম রাখবেন। আলিয়া সেই সময় জানান, এই নামটি তার পছন্দ।
‘আইরা’ নামের মানে কী জানেন? এই নামের মানে, শ্রদ্ধেয়। এবার দেখার, রণবীর-আলিয়া তাদের মেয়ের নাম আইরা রাখেন! না কি নতুন কোনও নাম।
আরও পড়ুন: সিজার নয়, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিলেন আলিয়া
মা হওয়ার অনুভূতি প্রকাশ করলেন আলিয়া
এদিকে, নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া বইছে কাপুর ও ভাট পরিবারে। রোববার হাসপাতাল থেকে বেরোনোর সময় আলিয়ার শারীরিক অবস্থার খবর দেন শাশুড়ি মা নীতু কাপুর। জানান, আলিয়া একদম ফিট। ভালো আছে। সব কিছু ভালোভাবে হয়েছে। এখন অপেক্ষা খুদে অতিথির বাড়িতে প্রবেশের।