আলিয়া ভাটের ঘনিষ্টজন হিসেবেই পরিচিত করন জোহর। কন্যা সন্তান প্রসব করার পর তিনি আলিয়াকে জানিয়েছেন উষ্ণ অভিবাদন।
ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিবাদন জানিয়ে করন লিখেছেন, ‘আমার হৃদয় ভালোবাসায় পূর্ণ। কন্যা শিশুকে পৃথিবীতে স্বাগতম।
তোমার জন্য অনেক ভালোবাসা অপেক্ষা করছে। আমি তোমাদের ভালোবাসি আলিয়া ও রনবীর। ’
আপ্লুত করন আরো লেখেন, ‘সে আমাকে গর্বিত নানা বানিয়েছে’।
আলিয়া ভাট নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তাদের কন্যা সন্তানের পৃথিবীতে আসার খবর সবাইকে জানিয়েছেন। তার পর থেকে নানা মহল থেকে শুভেচ্ছা পাচ্ছেন আলিয়া-রনবীর দম্পতি।
সূত্র: এনডিটিভি