ওয়েব সিরিজ কারাগারেও অভিনয়ে যথারীতি নজর কেড়েছেন চঞ্চল চৌধুরী। শেষ দৃশ্যে জমিয়ে দিয়েছেন রহস্য। তাই এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের অপেক্ষায় আছে দর্শকরা।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে চঞ্চল জানিয়েছিলেন ‘সিদ্ধান্ত হইচইয়ের।
আমার দেশের মানুষেরও এই একই অপেক্ষা। বলতে পারি, আসছে খুব শীঘ্রই। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সম্পাদনার কাজ চলছে। হয়ে গেলেই সম্প্রচারিত হবে। বেশি দিন অপেক্ষা করতে হবে না। ’
এ বার জানা গেল ‘কারাগার’ দ্বিতীয় সিজনের মুক্তির তারিখ। গত ১৯ অগস্ট হইচইতে মুক্তি পেয়েছিল ‘কারাগার’ সিরিজ। যেখানে মূল চরিত্রে চঞ্চল। ২৫০ বছর ধরে তিনি জীবিত। কিন্তু ৫০ বছর ধরে জেলে বন্দি, যার তালা খোলা হয়নি বহু বছর ধরে। সেখানেই এই রহস্যজনক আসামিকে দেখে চমকে ওঠে দু’বাংলার দর্শক। দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটের দাগ। কথাও বলতে পারছে না। ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি। রহস্য জিইয়ে রেখেই শেষ হয় কারাগারের প্রথম সিজন।
এ বার সেই রহস্যের উন্মোচন হবে নাকি নতুন কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। সেই নিয়ে আসছে ‘কারাগার’ দ্বিতীয় সিজন ১৫ ডিসেম্বর। দ্বিতীয় সিজনে গল্প আরও জমে উঠবে, জানিয়েছিলেন স্বয়ং চঞ্চল চৌধুরী।