নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত টিভি ও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। কলকাতায় অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। অনেক দিন ধরেই ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে পরিচালক জানালেন ২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পাবে।
তবে এবার প্রথমবারের মত দেশীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই টিভি অভিনেত্রী। ফারিণ অভিনীতি সিনেমাটির নাম ‘দাহকাল’। মঈন হাসান ধ্রুব পরিচালিত এতে ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও ইয়াশ রোহান।
সিনেমায় প্রথমবারের মত পান্থ কানাই অভিনয় করছেন। তিনি বলেন, প্রথমে একটু নার্ভাস ছিলাম। পরে দেখলাম ভালোই পারছি! এক একটি শট শেষ হচ্ছে, আর তালি পাচ্ছি ইউনিটের। অনেকেই বলছিলেন, আমি নাকি জাত অভিনেতা! এসব শুনে বেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।
এদিকে, সহশিল্পী তাসনিয়া ফারিণের অভিনয়ে বেশ মুগ্ধ পান্থ কানাই। এই অভিনেত্রী প্রসঙ্গে পান্থ কানাই বললেন, ফারিণ খুব ভাল। এত সাবলীল একজন অভিনেত্রী, যেটা কাছ থেকে না দেখলে টের পাওয়া যাবে না।
সিনেমায় ফারিণ একজন মডেলের চরিত্রে অভিনয় করছেন। এজেন্সি প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে এই সিনেমার গল্প।
জানা গেছে, ‘দাহকাল’-এর শুটিং এখন মাঝপথে আছে।