দলের সাথে নেই বহুদিন। তবে টাইগারদের লাল সবুজের বহু সুখস্মৃতিতে জড়িয়ে রয়েছে তারকা ক্রিকেটার রুবেল হোসেনের নাম। টাইগারদের সাথে হওয়া অন্যায় তাই তাকেও আঘাত করে। সে কারণেই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
সাকিব আল-হাসানের বিতর্কিত এলবিডব্লিউ-এর পর প্রশ্ন তুলেছেন আম্পায়ারিং নিয়ে।
এর আগে ভারতের বিপক্ষে ৫ রানে হারে বাংলাদেশ। তবে হারের অন্যতম কারণ হিসেবে ছিল ফেক ফিল্ডিং হওয়ার পর ৫ রান না পাওয়া। পাকিস্তানের বিপক্ষেও একই ঘটনা। বাজে আম্পায়ারিংয়ের শিকার হতে হলো বাংলাদেশকে। সাকিব আল হাসানের আউটে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটি রীতিমতো আলোচনার জন্মই দিয়েছে আজ অ্যাডিলেডে।
ঘটনাটি ঘটেছে ইনিংসের ১১তম ওভারে। সৌম্য সরকারের বিদায়ের পর মাঠে এসে প্রথম বলেই সাকিব খানিকটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন বোলার শাদাবকে। তবে তার গুগলিটা গিয়ে আঘাত হানে বাংলাদেশ অধিনায়কের প্যাডে। খানিকটা অপেক্ষা করে আঙুল তুলে দেন মাঠের আম্পায়ার। এরপর ব্যাট হাতে বাংলাদেশের পুরো অর্ডারই ব্যর্থ হয়। মূলত সাকিবের ওই উইকেটের পরই মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ। ফলে দলীয় সংগ্রহ হয়নি আশানুরূপ। যার দায় দিতে হয়েছে ম্যাচ হেরে।
আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে রুবেল হোসেন যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘খেলায় হার-জিত থাকবেই, ক্রিকেটকে যদি বাণিজ্যিকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে এ রকম ডিসিশন হওয়াটাই স্বাভাবিক। আমি জানি না ভদ্রলোক তার চোখ টা কোথায় রেখেছিলেন পুরো মোমেন্টামটাই নষ্ট করে দিলো। কিন্তু এটাও সত্যি আজ আমরা ভালো ব্যাটিং করিনি…। ব্যাডলাক সাকিব-আল-হাসান…এটা নতুন কিছু নয় আমাদের কাছে। কেন জানি আমরা সব সময় দাদাদের কাছে হেরে যাই…। ’