একজন শিল্পী ফুলের মতো। একজন শিল্পী যখন ’ন্যাশনাল ফিগার’ হয়ে যায় তখনে সে আর নিজের থাকে না। নিউজটোয়েন্টিফোরের স্বল্পদৈর্ঘ্য গল্প অনুষ্ঠানে এসে এসব বলছিলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।
জায়েদ খান বলেন, সম্প্রতি আমি আমার এলাকা পিরোজপুরে গিয়েছিলাম।
সেখানে আমাকে দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে ২৫-৩০ হাজার মানুষ এসেছিলো। সুতরাং শিল্পীরা পাবলিক ফিগার হয়ে গেলে তারা আর নিজের থাকেন না।
সিনেমায় বর্তমানে নানা বিতর্কিত বিষয় নিয়ে জায়েদ বলেন, ঘটনা একজনের হলেও দুর্নাম হয় সবার। কারণ আমরা পাবলিক ফিগার। মানুষ আমাদের ফলো করে। এর নেতিবাচক প্রভাব চলচ্চিত্রের ওপর এসে পড়ে। কে একটা বিয়ে করলো, কে দু’টো বিয়ে করলো এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে দোষ একজনের না।
এদিকে শিল্পী সমিতির মামলার রায় পেছানো হতাশা প্রকাশ করেছেন এ অভিনেতা। আজ (৬ নভেম্বর) রায় ঘোষণার কথা ছিলো। তবে রায় পেছানোয় গণমাধ্যমের সামনে হতাশা প্রকাশ করেন তিনি।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেন। তবে ভোটে পরাজিত নিপুণ আক্তারের অভিযোগে সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব আদালতে গড়ায়।