সৌম্য সরকার ফিরলেন ১০ ওভারের চতুর্থ বলে। এর পরই মাঠে আসলেন সাকিব। প্রথম বলেই এগিয়ে এসে মারতে গিয়ে এলবিডব্লিউর ফাদে পড়লেন। আম্পায়ার দিলেন এক বিতর্কিত সিদ্ধান্ত।
রিভিউ নিলেন সাথে সাথে, রিভিউতে দেখা গেল বল পায়ে লাগার আগে ব্যাট ছুয়ে গেছে। তবে টিভি আম্পায়ার দিলেন আউটের সিদ্ধান্ত।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু দুই ওপেনার শান্ত-সোম্যর। সম্ভাবনা জাগিয়ে লিটন ফিরেছেন মাত্র ১০ রানে। এরপরই আসেন সৌম্য সরকার। দুজনে মিলে শুরু করেন ধীরগতির ব্যাটিং। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৭০ রান।
তবে বেশি কিছু করতে পারেননি সৌম্য, ফিরেছেন ব্যক্তিগত ২০ রানে। এর জন্য তার লেগেছে ১৭ বল।