সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরেই যত বিপত্তি বাঁধিয়ে ফেলে পাকিস্তান। গ্রুপ ২-এ ভারত ও জিম্বাবুয়ের কাছে টানা দুই হারে দলটি চলে যায় খাঁদের কিনারায়। আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলতে নামবে দলটি। যে ম্যাচে শুধু জিতলেই হবে না, সেমিফাইনালে উঠতে গেলে প্রতিপক্ষের ফলের দিকেও চেয়ে থাকতে হবে বাবর আজমের দলকে।
তবে প্রতিপক্ষের ফল নিজেদের হাতে নেই পাকিস্তানের। তাই নিজেদের ম্যাচেই মনোযোগ দিচ্ছে দলটি। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে পাক প্রতিনিধি হয়ে এসে দলটির ব্যাটার শান মাসুদ বললেন সে কথাই। তিনি বলেন, দলের ফোকাস এখন বাংলাদেশ ম্যাচের দিকে। দুই পয়েন্ট তুলে নেওয়াই আমাদের লক্ষ্য। শুধু এই বিষয়টা আমাদের হাতে আছে। গ্রুপের শেষ ম্যাচের শেষ বল না হওয়া পর্যন্ত আমরা আশাবাদী। ’
আপাতত নেট রানরেট নিয়ে খুব একটা চিন্তা নেই পাকিস্তানের। নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেট রানরেট সমৃদ্ধ করেছে তারা। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় এবং ভারত অথবা দক্ষিণ আফ্রিকার হার তাদের পৌঁছে দেবে শেষ চারে। কিন্তু কথা হচ্ছে, দল দুটি খেলবে তাদের চেয়ে খুব দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। বাংলাদেশ সময় ভোর ৬টায় দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর দুপুর ২টায় ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
দলের এমন বিপদে পড়ার কারণ হিসেবে মাসুদ সামনে আনলেন ওই দুই হারের কথাই। তিনি বলেছেন, ‘দুই ম্যাচ জিতলেও গ্রুপের শীর্ষ দুইয়ে আমরা নেই। হারগুলোর চরম মাশুল গুনতে হচ্ছে। জীবন আমাদের কঠিন শিক্ষা দেয়। এটা (হারগুলো) সেগুলোরই একটি। দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। হার দুটি এতটাই প্রভাব ফেলেছিল যে ঘুম উধাও হয়ে গিয়েছিল। এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা দারুণ ব্যাপার ছিল। ’
সে দারুণ ব্যাপারটাকে আরও এগিয়ে নিতেই মরিয়া পাকিস্তান শিবির। শান মাসুদ বলেছেন, ‘আমরা নিজেদের জন্য খেলি, দেশের জন্য খেলি এবং গৌরব বয়ে আনতে খেলি। কে কী করছে, সেদিকে তাকানোর দরকার নেই। মাঠে গিয়ে আমাদের শুধু সেরাটা দিতে হবে। আমরা সেটাই করতে চলেছি। আগে যেটা অর্জন করতে পারিনি, সেটা পুষিয়ে দিতে চলেছি। ’