টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। গ্রপ ২ এ দুই দলই রয়েছে অপরাজিত। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত আর দুই ম্যাচের একটি জয় ও একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের অবস্থান তিনে।
এই ম্যাচে জয়ের লক্ষ্যে স্পিনার আক্সার প্যাটেলের বদলে দীপক হুদাকে দলে টেনেছে ভারতীয়রা।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা তাবরেইজ শামসিকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলে টেনেছেন লুঙ্গি এনগিডিকে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, কুইন্টন ডি কক, ট্রিস্টান স্টাবস, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি।